Sunday 15 June 2014

Tense



    পর্ব-১ (প্রতিদিন একটি করে পর্ব প্রকাশিত হবে)
নিম্নের চিত্র Tense-এর সংজ্ঞা নির্দেশ করা হল:




Tense (কাল): Tense অর্থ কাল বা সময় Tense (কাল) কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে ‘tempus’ অর্থ সময়
Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার যথা:
) Present tense (বর্তমান কাল)
) Past tense (অতীত কাল)
) Future tense (ভবিষ্যৎ কাল)
. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে যেমন: I go to school. He writes a letter. He draws a picture.
. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.
. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে যেমন: I shall buy a pen. I shall go to Dhaka. They will play football etc.
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায় যথা:
) Indefinite (অনির্দিষ্ট)
) Continuous (চলতি অবস্থা)
) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)
) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)

Tense-এর পরিবর্তন verb-এর ৩টি রূপ এর উপর নির্ভর করে।  নিম্নে ৩টি টেবিলে verb-এর পরিবর্তনের ভিত্তিতে ১২টি tense-এর নিয়ম দেখানো হল:   
Name of tense
Auxiliary Verb
Verb- present form
Present indefinite
Present continuous
Present perfect continuous

am,is,are
have been, has been
v1
v1 + ing
v1 + ing
 Past continuous
Past perfect continuous
Was, were
Had been
v1 + ing
v1 + ing
Future indefinite
Future continuous
Future perfect continuous
Will
Will be
v1
v1 + ing
v1 + ing

Name of tense
Auxiliary Verb
Verb- past form
past indefinite

v2

Name of tense
Auxiliary Verb
Verb- past participle form
  Present perfect
Past perfect
Future perfect
Have, has
Had
Will have
v3
v3
v3

 এখানে প্রতিটি person- এর পরে কি কি auxiliary verb বসে তা দেখানো হল:
Person
To be verb
To have verb
Present (am, is, are)
Past (was were)
Future (will)
Present (have, has)
Past (had)
I
Am
was
will
have
had
We
Are
were
will
have
had
You
Are
were
will
have
had
You
Are
were
will
have
had
He
Is
was
will
has
had
She
Is
was
will
has
had
They
Are
were
will
have
had
Karim
Is
was
will
has
had
The boy
Is
was
will
has
had
The boys
are
were
will
have
had

চলবে..........

No comments:

Post a Comment